'সত্যের জয়', হিন্ডেনবার্গ মামলায় সুপ্রিম রায় নিয়ে বড় মন্তব্য আদানির

সুপ্রিম কোর্ট জানিয়েছে যে যে সেবি পুরো বিষয়টি তদন্তের জন্য উপযুক্ত সংস্থা। সুপ্রিম কোর্ট সেবির তদন্তে হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে।

author-image
SWETA MITRA
New Update
gautam adani.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আদানি গ্রুপ-হিন্ডেনবার্গ মামলায় গৌতম আদানিকে বড় স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের তিন সদস্যের বেঞ্চ এই মামলায় সেবির তদন্ত বহাল রেখেছে।  এদিকে সুপ্রিম কোর্টের রায়ের পর আদানি গ্রুপের চেয়ারপার্সন গৌতম আদানি (Gautam Adani) বিশেষ টুইট করলেন। তিনি আজ নিজের টুইটার হ্যান্ডেলে লিখেছেন, "সুপ্রিম কোর্টের রায় প্রমাণ করে যে সত্যের জয় হয়েছে। যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। ভারতের প্রবৃদ্ধির গল্পে আমাদের নম্র অবদান অব্যাহত থাকবে।“