নিজস্ব সংবাদদাতা: গ্যাসের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে গিয়ে গ্রাহকদের নাজেহাল অবস্থা। অভিযোগ, ইচ্ছামতো টাকা নিচ্ছে গ্যাসের ডিস্ট্রিবিউটররা। বদলে একটা ‘হোস’ দিয়ে দিচ্ছে গ্রাহকদের। সেই সমস্যা সমাধানে এবার বড় পদক্ষেপ করল ইন্ডিয়ান অয়েল। আধার ভ্যারিফিকেশনের জন্য কোনও টাকা দিতে হবে না এটাই বিবৃতি দিয়ে জানাল ইন্ডিয়ান অয়েল। আধার সংক্রান্ত যে কোনও সমস্যা সমাধানের জন্য পৃথক দল তৈরি করে দেওয়া হয়েছে। কোনও ডিস্ট্রিবিউটর টাকা নিলে সরাসরি ফোন করে অভিযোগও জানাতে পারবেন। ১৮০০২৩৩৩৫৫৫ এই টোল ফ্রি নম্বরে যোগাযোগ করে অভিযোগ জানান।