নিজস্ব সংবাদদাতা : আবর্জনায় মুখ ঢেকেছে রাজধানী! ১৮ লক্ষ টন আবর্জনা পরিষ্কার করা হয়েছে। আরো ৪৫ লক্ষ টন আবর্জনা পরিষ্কার করা হবে কয়েক মাসের মধ্যেই। খোদ মুখ্যমন্ত্রী এমনটাই জানিয়েছেন। সকালেই কেন্দ্রীয় মন্ত্রী মীনাকাশী লেখি দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামের কাছে একটি পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে নিশানা করেছিলেন কেজরির নেতৃত্বাধীন সরকারকে। তিনি বলেছিলেন, "তারা (আপ) বর্জ্য পৃথকীকরণের বিষয়ে কাজ করেনি। ডিভাইডারগুলোতে পরিচ্ছন্নতা নেই। স্বচ্ছ ভারত আমাদের সকলের দায়িত্ব এবং আমাদের একসাথে কাজ করা উচিত। আমি আশা করি দিল্লি সরকার এগিয়ে আসবে এবং পরিচ্ছন্নতার জন্য কাজ করবে"। আর এরপরেই সামনে আসে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মন্তব্য। তিনি ভালসওয়া ল্যান্ডফিল সাইট পরিদর্শন করেন। বলেন, " আবর্জনা পরিষ্কারের কাজটি দ্রুত গতিতে চলছে। এখন পর্যন্ত ১৮ লক্ষ টন আবর্জনা পরিষ্কার করা হয়েছে। বর্তমানে যে সংস্থাটি কাজ করছে তাকে (সাফ করার) লক্ষ্য পূরণ করতে হবে। আগামী বছরের মে মাস নাগাদ ৩০ লাখ টন (আবর্জনা) কিন্তু যে গতিতে কাজ চলছে তাতে ৩০ লাখ টনের পরিবর্তে ৪৫ লাখ টন পর্যন্ত শেষ হবে বলে আশা করা হচ্ছে।''