নিজস্ব সংবাদদাতা: আন্তর্জাতিক নারী দিবসেও নারী নিরাপত্তা প্রশ্নের মুখেই রয়ে গেল। ফের একবার নারী দিবসের প্রাককালে গণধর্ষণের শিকার হলেন এক ইসরায়েলি মহিলা। যা জানা যাচ্ছে, ভারতের কর্ণাটকের হাম্পির কাছে সানাপুর হ্রদের তীরে বৃহস্পতিবার রাতে এক ভয়াবহ ঘটনা ঘটে। এক ইসরায়েলি মহিলা পর্যটক (২৭) এবং এক হোমস্টে অপারেটর (২৯) কে গণধর্ষণের অভিযোগ উঠেছে।
পুলিশ জানায়, রাত ১১টার দিকে হামলার শিকার হওয়া পর্যটকদের সাথে আরও তিনজন পুরুষ ছিলেন—একজন মার্কিন যুক্তরাষ্ট্রের এবং দুজন ভারতীয়।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, আক্রমণকারীরা মোটরসাইকেলে এসে প্রথমে পেট্রোলের বিষয়ে জানতে চায়, এরপর আক্রান্তকারীদের কাছ থেকে ১০০ টাকা দাবি করে। পর্যটকরা টাকা দিতে অস্বীকার করলে, তারা হিংস্র আচরণ শুরু করে। পুরুষ পর্যটকদের মারধর করে এবং খালের মধ্যে ফেলে দেয়। এরপর মহিলাদের উপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ।
/anm-bengali/media/media_files/1000061381.jpg)
দুই পুরুষ পর্যটক—মার্কিন নাগরিক ড্যানিয়েল এবং মহারাষ্ট্রের পঙ্কজ—পালিয়ে যেতে সক্ষম হন। কিন্তু তৃতীয় পর্যটক, ওড়িশার বিবাশ, নিখোঁজ ছিলেন। পরে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
কোপ্পালের পুলিশ সুপার রাম এল আরাসিদ্দি জানিয়েছেন যে গণধর্ষণ, ডাকাতি ও হত্যার চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের ধরতে ছয়টি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে ইতিমধ্যেই।
/anm-bengali/media/media_files/tq18WpOXsYmL6ej3JTeE.jpeg)
এই মামলায় ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর একাধিক ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। যার মধ্যে রয়েছে - ৩০৯(৬) (জোরজুলুম ও চুরি), ৩১১ (মৃত্যু বা গুরুতর আহত করার উদ্দেশ্যে ডাকাতি), ৭০(১) (গণধর্ষণ) ও ১০৯ (হত্যার চেষ্টা) সংক্রান্ত যাবতীয় ধারায় মামলা রুজু হয়েছে। যেহেতু এক পর্যটকের মৃতদেহ উদ্ধার হয়েছে, তাই এফআইআর-এ হত্যার অভিযোগও যুক্ত করা হবে।