নিজস্ব সংবাদদাতাঃ গুজরাটের গান্ধীনগরে কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছেন কংগ্রেস নেতা অর্জুন মোধওয়াদিয়া। তিনি বিজেপিতে যোগদান করবেন বলেও রাজনৈতিক মহলে জল্পনা চলছে। এই বিষয় নিয়ে অর্জুন মোধওয়াদিয়া বলেন, “যখন কোনও দল মানুষের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে, তখন সে বেশিদিন টিকে থাকতে পারে না। দেশের মানুষ চেয়েছিলেন রাম মন্দির তৈরি হোক। কংগ্রেসও সিদ্ধান্ত নিয়েছিল, সুপ্রিম কোর্টের সাংবিধানিক রায়ের পর আমরা তা সমর্থন করব। তারপরও প্রাণ প্রতিষ্ঠার আমন্ত্রণ প্রত্যাখ্যান করা হয়। আমি তখনও আওয়াজ তুলেছিলাম যে এটি জনসাধারণের অনুভূতিতে আঘাত করবে এবং আমাদের এই জাতীয় রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া উচিত নয় এবং সেই সিদ্ধান্তটি জনগণের সাথে সংযোগের অভাব দেখিয়েছে। আমি আরও কয়েকটি বিষয়ে আমার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু সফল হইনি। অবশেষে আজই পদত্যাগের সিদ্ধান্ত নিলাম।”