তুষারাবৃত ভূ-স্বর্গ, যেদিকে চোখ যাবে সেদিকের রঙই সাদা

গত বছরও ফেব্রুয়ারি মাস পর্যন্ত তুষারপাত দেখা যায়নি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
snow-in-background kashmir.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: জম্মু কাশ্মীরে এবারের তুষারপাত রেকর্ড সংখ্যক সময়সীমা ধরে চলছে। শুধু যে উপত্যকায় এই ছবি তা নয়, এই একই ছবি দেখা গিয়েছে হিমাচল প্রদেশেও। গত বছরও ফেব্রুয়ারি মাস পর্যন্ত তুষারপাত দেখা যায়নি। তবে এবছর প্রবল ঠান্ডার প্রভাব থাকায় তুষারপাত হচ্ছে ফেব্রুয়ারিতেও। কেন্দ্রশাসিত অঞ্চলের কিছু অংশে ভারী তুষারপাত হওয়ায় পুঞ্চের মান্ডি গ্রাম এদিন ঘন তুষারে ঢাকা পড়ল। ভারী তুষারপাত দেখে পর্যটকেরা খেলতেও নেমে পড়ল এদিন।

 

এদিকে রামবনে আজ সকালে নতুন করে তুষারপাত হওয়ায় গাছ এবং বাড়িগুলি পুরু তুষারের চাদরে ঢাকা পড়েছে।

 

স্ব

স

স