ফুল-বডি স্ক্যানার! বিমান বন্দরে এবার মাছি গলারও উপায় নেই

চারটি বিমানবন্দরে ফুল বডি স্ক্যানার! কলকাতা বিমানবন্দরেও ইনস্টল হবে। ফলে নিরাপত্তার দিকটি আরো জোড়ালো হবে।

author-image
Pallabi Sanyal
New Update
ads

ফাইল ছবি

 
নিজস্ব সংবাদদাতা : আরো কড়া নিরাপত্তা! আকাশপথে মাদক মাচার থেকে সোনা পাচারের চেষ্টার বিভিন্ন ঘটনা বিভিন্ন সময়ে প্রকাশ্যে এসেছে। তবে এবার আর মাছি গলারও উপায় থাকবে না। ভারতের অতি সংবেদনশীল বিমানবন্দরগুলিতে নিরাপত্তা পরীক্ষা দ্রুত এবং ত্রুটি-মুক্ত করার জন্য, ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ (AAI) পাবলিক ইনভেস্টমেন্ট বোর্ড (PIB) থেকে ফুল-বডি স্ক্যানার ইনস্টল করার ছাড়পত্র পেয়েছে। শরীরে মধ্যে মাদক লুকিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হলে তা সহজেই ধরা পড়বে এই পদ্ধতিতে। এই ফুল-বডি স্ক্যানারগুলি কলকাতা, চেন্নাই, পুনে এবং গোয়া সহ দেশের চারটি বিমানবন্দরে ইনস্টল করা হবে।