নিজস্ব সংবাদদাতা: ওড়িশার বালেশ্বরের ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি হয়েছে। তবে এখন যে প্রশ্নটা সবথেকে বেশি মানুষের মনে রয়েছে তা হল ওই পথ দিয়ে দক্ষিণ ভারতগামী ট্রেন পরিষেবা আবার কবে থেকে স্বাভাবিক হবে? রেলের তরফে এখনও সরকারিভাবে কিছু জানা যায়নি। উদ্ধার সংক্রান্ত কাজ থেকে অনুমান করা হচ্ছে যে অন্তত সোমবারের আগে ধ্বংসস্তূপ সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব হবে না। সেই ক্ষেত্রে ট্রেন পরিষেবা মঙ্গলবার থেকে স্বাভাবিক ছন্দে ফিরতে পারে।