আগামীকাল থেকে যানবাহন নিষিদ্ধ মহাকুম্ভ মেলা প্রাঙ্গণে, জানিয়ে দিল প্রশাসন

'আমাদের ডিউটি আগামীকাল সকাল ৮ টায় শুরু হবে'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
mahakumbh mela

File Picture

নিজস্ব সংবাদদাতা: বহু প্রতীক্ষিত আধ্যাত্মিক মেলা, মহাকুম্ভ মেলা আগামী ১৩ জানুয়ারি, ২০২৫ তারিখে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শুরু হতে চলেছে৷ ইতিমধ্যেই প্রস্তুত মেলা প্রাঙ্গণ। আইকনিক ইভেন্টটি শুধু এই সময়েই জাঁকজমকপূর্ণ হবে তা নয় বরং একই সাথে নিরাপদ, সমৃদ্ধ হবে। আধ্যাত্মিকতা ও উজ্জ্বল এক অপূর্ব সংমিশ্রণের সাক্ষী হবে এই মহাকুম্ভ মেলা। এমনিতেই ১২ বছর পর আসে এই মহাকুম্ভ মেলা। তাই একে নিয়ে ভক্তদের বাড়তি উন্মাদনা দেখা যায়। 

স্বাভাবিক ভাবেই যেরকম ভিড় লক্ষ্য করা যায়, ঠিক সেরকমই নিরাপত্তাও দেখা যায়। মহা কুম্ভমেলার ডিআইজি বৈভব কৃষ্ণ এদিন সেই নিরাপত্তা প্রসঙ্গে বলেন, “আজ আমাদের ফোর্স ব্রিফিং চলছে। সমস্ত সংবেদনশীল স্থানে মোতায়েন কর্মীদের ব্রিফ করা হচ্ছে। আমাদের ডিউটি আগামীকাল সকাল ৮ টায় শুরু হবে। আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত”। 

kumbh-mela

“আগামীকাল সন্ধ্যা থেকেই যান চলাচলে নিষেধাজ্ঞা শুরু হবে। আমরা মেলাক্ষেত্রকে যানবাহন নিষিদ্ধ ঘোষণা করেছি, মূল 'স্নানের' একদিন আগে এবং একদিন পরে। মেলাক্ষেত্রে কোনও ভিআইপি প্রোটোকল নেই। কোনও দুই চাকার বা চার চাকার গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হবে না। আমরা বহু স্তরবিশিষ্ট ব্যারিকেড স্থাপন করেছি। বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে মেলা প্রাঙ্গণে”।

dse