নিজস্ব সংবাদদাতাঃ প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবে ফরাসি বায়ুসেনার রাফাল যুদ্ধবিমান। এছাড়াও প্রজাতন্ত্র দিবসে মাল্টিরোল ট্যাঙ্কার পরিবহন বিমান অংশ নেবে। ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ। এ বছর ফ্রান্সের বাস্তিল দিবসের কুচকাওয়াজে অংশ নেওয়া স্কোয়াড্রন লিডার সুমিতা যাদব-সহ বেশ কয়েকজন ভারতীয় জওয়ান প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবেন।