ভোট হলেই বিনামূল্যে খাবার! হাই কোর্টের বড় সিদ্ধান্ত

কর্ণাটকে চলছে ভোটদান। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোটদান। ভোট উৎসবে বুথে বুথে লম্বা লাইন। এর মধ্যেই এলো বড় খবর।

author-image
Anusmita Bhattacharya
New Update
votekarnataka

নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকে (Karnataka) শুরু হয়ে গেছে ভোটদান (Karnataka Elections 2023)। সকাল থেকেই যেন উৎসব চলছে। ৭টা থেকে বুথে বুথে লম্বা লাইন ভোট দেওয়ার যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এদিকে কর্ণাটক হাই কোর্ট (Karnataka High Court) অনুমতি দেয় ভোটদানের পর ভোটারদের বিনামূল্যে খাবার (Free Food) দেওয়ার প্রস্তাবে। ভোটদানে উৎসাহ দিতেই এই নির্দেশ দিয়েছে আদালত। এর আগে ভোটের দিন হোটেলগুলির দেওয়া এমন অফারে ব্রুহাৎ বেঙ্গালুরু মহানগরা পালিকে তথা বিবিএমপি (BBMP) বিনামূল্যে খাবার পরিবেশনে নিষেধাজ্ঞা জারি করে। নির্বাচন কমিশনও (Election Commission) হোটেলগুলিকে সতর্ক করে এই ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়ার ব্যাপারে। এরপরই হোটেল মালিকের সংগঠন ও বেঙ্গালুরুর নিস্বর্গ গ্র্যান্ড হোটেলের মালিকরা আদালতে যায়।