আপনার অ্যাকাউন্টে ঢুকেছে ৬২,৪২৩ টাকা! ম্যাসেজটি পেয়েছেন তো?

ডিজিটাল হয়ে গেছে বিশ্ব। টাকা লেনদেন নিমেষেই হয় কিন্তু এতেও লুকিয়ে বিপদ। সুযোগ নিচ্ছে প্রতারকরা।

author-image
Anusmita Bhattacharya
New Update
fraud

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা: ডিজিটাল হয়ে গেছে বিশ্ব (Digitalisation)। টাকা লেনদেন নিমেষেই হয় কিন্তু এতেও লুকিয়ে বিপদ (Money Transaction)। সুযোগ নিচ্ছে প্রতারকরা। আপনি নিজের ফোনে যদি একটি অজানা নম্বর থেকে ম্যাসেজ পান যে আপনার অ্যাকাউন্টে ৬২,৪২৩ টাকা জমা হয়েছে (Money Credit) এবং চেক করার জন্য একটি লিঙ্ক দেওয়া হয়েছে তাহলে ভুলেও তাকে ক্লিক করবেন না। আপনার অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে। ম্যাসেজটা দেখেতে ঠিক ব্যাঙ্ক থেকে আসা ক্রেডিট নোটিফিকেশনের (Credit Notification) মতো। সতর্ক থাকুন।