ত্রাণের নামে প্রতারণা! বিজেপির নজরে এখন কংগ্রেসের দুর্নীতি

কংগ্রেসের রাজ্যে বিশাল দুর্নীতি! সুযোগ নিল বিজেপি।

author-image
Pallabi Sanyal
New Update
bjp congress.jpg

ফাইল ছবি



নিজস্ব সংবাদদাতা : লোকসভার আগেও পাঁচ রাজ্যে নির্বাচনের শুরু। কংগ্রেস শাসিত রাজ্যে এখন দুর্নীতিই বিজেপির একমাত্র টার্গেট। প্রথম দফার নির্বাচন হয়েছে। এখনও বাকি কয়েক দফা। তার আগে রাজস্থানে ত্রাণের নামে প্রতারণার অভিযোগ বিজেপির। ৫০০ টাকা ত্রাণের নামে অশোক গেহলট এবং কংগ্রেস রাজস্থানের জনগণকে ৫,০০০ টাকা পর্যন্ত প্রতারণা করেছে বলে আক্রমণ শানিয়েছেন অমিত মালব্য। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ''কর্ণাটক থেকে হিমাচল, যেখানেই কংগ্রেস বড় বড় প্রতিশ্রুতি দিয়ে সরকার গঠন করেছে, সর্বত্রই জনগণকে প্রতারণা করেছে।ফের কংগ্রেস মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান ও তেলেঙ্গানার জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। কংগ্রেসের হাত থেকে দেশকে বাঁচাতে হবে।''