নিজস্ব সংবাদদাতাঃ ফের উত্তরপ্রদেশে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। জানা গিয়েছে, ফরিদপুরে (Faridpur) একটি ফোম কারখানায় অগ্নিকাণ্ডের জেরে চারজন শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, কারখানার শ্রমিকদের দৈনন্দিন শিফট শেষ হওয়ার ঠিক আগে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ফরিদপুর সার্কেল অফিসার গৌরব সিং জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের প্রায় তিন ঘণ্টা সময় লেগে যায়। শ্রমিকদের দাবি, ঘটনার সময় কারখানার ভেতরে প্রায় ৫০ জন শ্রমিক ছিলেন। এদিকে আগুন (Fire) পুরোপুরি নিভে যাওয়ার পরেই চারজনের দগ্ধ দেহ উদ্ধার করা হয়। মৃতরা হলেন অনুপ (২৫), অরবিন্দ কুমার মিশ্র (৩২) ও রাকেশ (২৭)। বাকি অন্য আর একজনের নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ বলে খবর। এদিকে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করতে গিয়ে আরও চার জন শ্রমিক গুরুতর দগ্ধ হন এবং তাদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে খবর।