জীবিত স্বামীর ডেথ সার্টিফিকেট দেখিয়ে ঋণ মকুবের চেষ্টা ! গ্রেপ্তার চার মহিলা

ঋণ মকুব করানোর জন্য আজব ফন্দি আঁটলেন এই চারজন মহিলা।

author-image
Debjit Biswas
New Update
Bangladeshi Arrested

নিজস্ব সংবাদদাতা : স্বামী জীবিত, অথচ সেই জীবিত স্বামীর ডেথ সার্টিফিকেট দেখিয়েই ঋণ মকুব করার চেষ্টা করছিলেন চারজন মহিলা। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের গোরক্ষপুরে। এই চারজন মহিলাই একটি নামি ব্যাঙ্ক থেকে লোন নিয়েছিলেন। নিয়ম অনুযায়ী, ঋণগ্রহীতার স্বামীর মৃত্যু হলে বাকি ঋণ মকুব করা হয় এবং পরিশোধিত টাকা ফেরত দেওয়া হয়। এই সুযোগকেই কাজে লাগানোর চেষ্টা করেছিলেন এই চারজন মহিলা। কিন্তু সন্দেহ হয় ব্যাঙ্ক আধিকারিকদের। এরপর তদন্তে দেখা যায়, প্রত্যেকেরই স্বামী জীবিত।

Arrest

 বিষয়টি ব্যাঙ্কের নজরে আসার পর ব্যাঙ্কের তরফ থেকে প্রশাসনকে জানানো হয় এবং এরপর চারজনকেই গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে IPC-এর 406 (বিশ্বাসভঙ্গ), 419 (প্রতারণা), 467 (জালিয়াতি), 468 (প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি), ও 471 (জাল নথি ব্যবহার) ধারায় মামলা দায়ের করা হয়েছে।