ভোটের মধ্যে ফের উত্তপ্ত উপত্যকা! জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই-জখম ৪ নিরাপত্তারক্ষী

কুলগামে ফের জঙ্গিদের সঙ্গে সেনার সংঘর্ষের ঘটনা ঘটেছে।

author-image
Aniruddha Chakraborty
New Update
কন্ন

নিজস্ব সংবাদদাতাঃ শনিবার অর্থাৎ আজ জানা গিয়েছে, ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে তিন সেনা জওয়ান ও এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে আহতদের অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে আরিগাম এলাকায় জঙ্গিদের গতিবিধির খবর পায় নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে তারা গুলি চালাতে শুরু করে এবং এনকাউন্টার শুরু হয়।

ল,

কুলগাম এনকাউন্টার প্রসঙ্গে কাশ্মীর পুলিশের আইজি ভি কে বিরদি বলেন, "গতকাল গভীর রাতে আরিগাম এলাকায় জঙ্গিদের গতিবিধি সম্পর্কে খবর পায় নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বাহিনী পৌঁছালে তারা গুলি চালাতে শুরু করে এবং গুলি বিনিময় হয়। এরপরই শুরু হয় এনকাউন্টার। তিন নিরাপত্তারক্ষী ও এক পুলিশকর্মী সামান্য আহত হয়েছেন। তারা স্থিতিশীল আছেন। অভিযান চলছে এবং এটি শেষ হতে কিছুটা সময় লাগবে। অভিযান শেষ হওয়ার পর এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।" 

অঞ্চলটিতে তৃতীয় দফার নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে তিনি আরও উল্লেখ করেছেন যে এই অঞ্চলের পুলিশ আসন্ন পর্যায়ের জন্য সমস্ত ব্যবস্থা করেছে।

তিনি বলেন, "জম্মু-কাশ্মীর পুলিশ আসন্ন দফার নির্বাচনের জন্য সমস্ত ব্যবস্থা করেছে। নির্বাচন হবে উত্তর কাশ্মীরের পাঁচ জেলায়। সব প্রস্তুতি সম্পন্ন।" 

শনিবার সকাল থেকে কুলগাম জেলার আদিগাম দেবসর এলাকায় শুরু হওয়া এনকাউন্টার অব্যাহত ছিল। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনীর চিনার কোর এবং জম্মু ও কাশ্মীর পুলিশ ওই এলাকায় যৌথ অভিযান শুরু করেছে।

প্রসঙ্গত, ১৮ সেপ্টেম্বর বিধানসভা নির্বাচনের প্রথম দফায় এবং দ্বিতীয় দফায় ২৫ সেপ্টেম্বর গান্ডেরবাল, বুদগাম, শ্রীনগর এবং জম্মু অঞ্চলের ছয়টি জেলা রাজৌরি, রিয়াসি এবং পুঞ্চে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তৃতীয় তথা শেষ দফার ভোট ১ অক্টোবর এবং ভোট গণনা হবে ৮ অক্টোবর।

উল্লখ্য, দশ বছরের ব্যবধানে এই কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং ৩৭০ ধারা বিলোপের পর এটিই প্রথম।