নিজস্ব সংবাদদাতা: ভাগলপুর জেলার নবগাছিয়া মহকুমার নারায়ণপুর ব্লকে গঙ্গা নদীর জাহাজ ঘাটে ডুবে ৪ জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মুখ্যমন্ত্রী বলেছেন, এই ঘটনা খুবই দুঃখজনক। মুখ্যমন্ত্রী মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা করে অনুদান দেওয়ার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন যেন মৃতদের পরিবারকে এই শোকের সময়ে শক্তি দেন।
/anm-bengali/media/media_files/cy9pxihRLlN15JOslPIp.jpg)