জগন্নাথ মন্দিরের চারটি প্রবেশদ্বার খুলে দেওয়া হবে আগামীকাল- বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?

author-image
Aniket
New Update
breakingbig

 

 

নিজস্ব সংবাদদাতা: ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এবার জগন্নাথ মন্দিরের বিষয়ে বার্তা দিয়েছে।

তিনি বলেছেন, "আগামীকাল সমস্ত মন্ত্রীদের উপস্থিতিতে পুরী জগন্নাথ মন্দিরের চারটি প্রবেশদ্বার খুলে দেওয়া হবে। পুরী শ্রী জগন্নাথ মন্দিরের জন্য ৫০০ কোটি টাকার কর্পাস তহবিল মন্ত্রিসভা অনুমোদন করেছে। কৃষকদের উপর নতুন নীতি যার অধীনে ধানের এমএসপি প্রতি কুইন্টাল ৩১০০ টাকা দেওয়া হবে। নীতি ১০০ দিন পরে প্রস্তুত হবে। সুভদ্রা যোজনা যার অধীনে প্রতিটি মহিলাকে ৫০ হাজার টাকার নগদ ভাউচার দেওয়া হবে৷ ১০০ দিন পর তা বাস্তবায়নের জন্য দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে"।

 

 

 

Add 1

d