নিজস্ব সংবাদদাতা: মায়ানমারে একের পর এক ভূমিকম্পের পর এবার কাঁপল আফগানিস্তান। বুধবার ভোরে আফগানিস্তানে হওয়া ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৫.৬। যার প্রভাব আফগানিস্তানের পাশাপাশি ভারত, বাংলাদেশ ও তিব্বতে অনুভূত হয়েছে। কেঁপে উঠেছে দিল্লি।
ভূমিকম্পের কেন্দ্র ছিল পূর্ব বাঘলান থেকে ১৬৪ কিমি দূরে, ভূপৃষ্ঠ থেকে ১২১ কিমি গভীরে। ওই অঞ্চলের জনসংখ্যা প্রায় ১ লক্ষ ৮ হাজার।
/anm-bengali/media/media_files/Mighv7GPxMd39ppYIcDn.jpg)
প্রথমে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার কম্পনের মাত্রা ৬.৪ বলে জানালেও পরে মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (USGS) তা সংশোধন করে ৫.৬ বলে জানায়।
তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। মায়ানমারের ভূমিকম্পের রেশের মধ্যেই আফগানিস্তানের এই কম্পন নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।