প্রয়াত সাহারা কর্তা সুব্রত রায়

১৯৪৮ সালের ১০ জুন বিহারের আরারিয়ায় জন্ম সুব্রত রায়ের। সাহারা গ্রুপ প্রতিষ্ঠা করেন তিনি।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
ম্নব

নিজস্ব সংবাদদাতাঃ প্রয়াত সাহারা গ্রুপের কর্ণধার সুব্রত রায়। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। গত ১২ নভেম্বর তাঁকে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সেখানেই মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৭৫ বছর। হৃদযন্ত্রের সমস্যার কারণেই মৃত্যু হয়েছে, সাহারা গ্রুপের সূত্র মারফত এই খবর পাওয়া যাচ্ছে। দেওয়া হয়েছে বিবৃতি। তাতেই লেখা হয়েছে দীর্ঘদিন থেকেই হাইপারটেনশন, ডায়াবিটিস, মেটাস্টিক ম্যালিগন্যান্সির মতো অসুস্থতার সঙ্গে লড়াই করে বেঁচেছিলেন সুব্রত। অবশেষে ৭৫ বছর বয়সে শেষ হল সেই লড়াই। ইতিমধ্যেই তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব।