নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিএসপি নেত্রী মায়াবতী বলেন, "সংসদের ভিতরে ও বাইরে সংবিধানের কপি দেখানোর জন্য শাসক দল ও বিরোধীদের মধ্যে প্রতিযোগিতা চলছে, এতে কোনও সন্দেহ নেই। এঁরা সকলেই একই মুদ্রার দুই পিঠ বলে মনে হয় এবং তাঁদের চিন্তাভাবনাও প্রায় একই রকম বলে মনে হয় এবং তাঁরা উভয়ে মিলে বহু সংশোধনীর মাধ্যমে এই সংবিধানকে অনেকাংশে জাতপাতবাদী, সাম্প্রদায়িক ও পুঁজিবাদী সংবিধানে পরিণত করেছেন এবং আমি ক্ষমতাসীন দল ও বিরোধী দলের অভ্যন্তরীণ আঁতাতের কথা বলছি কারণ উভয়েই দারিদ্র্য দূরীকরণে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছেন। বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি তাদের থেকে জনগণের দৃষ্টি ঘোরাতে এই দুইয়ের অভ্যন্তরীণ যোগসাজশে জোর করে সংবিধান রক্ষার নাটক করা হচ্ছে।"