নিজস্ব সংবাদদাতা: সমাজবাদী পার্টির অখিলেশ যাদব উত্তরপ্রদেশের বেকারত্ব নিয়ে মন্তব্য করেছেন। এই প্রসঙ্গে তিনি বলেছেন, " যারা নিজেদের ডাবল ইঞ্জিন সরকার বলে দাবি করে তারা ডাবল ভুল করছে। বেকারত্ব বুন্দেলখণ্ড এবং সমগ্র উত্তরপ্রদেশকে ঘিরে রেখেছে। দরিদ্ররা চিকিৎসা নিতে পারছে না এবং মুদ্রাস্ফীতি বাড়ছে। বিজেপি কেবল একটি রঙে রঞ্জিত এবং এটি মানুষ মেনে নিতে পারে না।"
/anm-bengali/media/media_files/vcr37zmXMm048I1ktJwQ.jpg)