নিজস্ব সংবাদদাতা: প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি (BJP) নেতা রাম শিন্ডেকে (Ram Shinde) ফেসবুক লাইভে (Facebook LIve) প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ। এই ঘটনায় রাজনৈতিক ঝড় উঠেছে এবং পুলিশকে সতর্ক করা হয়েছে। জামখেড় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় জামখেড় থানায় এফআইআর দায়ের করা হয়েছে। কর্পোরেটর অমিত চিন্তামণির দায়ের করা অভিযোগ অনুসারে, "২৯ মে আমি পুণ্যশ্লোক অহল্যাদেবী হোলকারের জন্মবার্ষিকীতে কাজের প্রস্তুতি নিতে চোন্ডি গিয়েছিলাম। সেই সময় সাগর গাওয়াসনের মোবাইল থেকে ফোন আসে এবং তিনি আমাকে বলেন, 'তুমি রাম শিন্ডের খুব কাছের, ওকে মানিয়ে নিতে বলো, না হলে আমি দেখ নেবো।' এ সময় আমি কিছু না বলে ফোনটি কেটে দিয়েছিলাম। পরে আমি রাম শিন্ডের কাছে গিয়ে তার বাসভবনে দেখা করি এবং তাকে জানাই যে সাগর গাওয়াসনে ফোন করেছেন। এরপর জানতে পারি সাগর গাওয়াসনে ফেসবুকে রাম শিন্ডে ও কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তির নামে একটি ভিডিও পোস্ট করেছেন। ফেসবুকে রাম শিন্ডে ও কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তির নাম নিয়ে হত্যার হুমকি দিয়েছেন।"