এই বিশাল আন্দোনের নেপথ্যে রয়েছে কোন রাজনৈতিক দল! সামনে এল মোড় ঘোরানো খবর

বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মানুষ বলেন, এথ জনসমর্থন প্রমাণ করে, মানুষ জেগে উঠেছে।

author-image
Tamalika Chakraborty
New Update
arjun mundaq1.jpg
নিজস্ব সংবাদদাতা: প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অর্জুন মুন্ডা বলেছেন, "আমাদের পরিবর্তন রথ সরাইকেলায় পৌঁছেছে৷  সরাইখোলায় বহু মানুষ আমাদের সমর্থন করছে। কারণ জনগণের মধ্যে অনেক অসন্তোষ রয়েছে৷ সরকার ঝাড়খণ্ডের জনগণকে হতাশ করেছে৷ যে উদ্দেশ্য নিয়ে তারা হেমন্ত সোরেন সরকারকে সুযোগ দিয়েছিল, সেসব মানুষের অধিকার ক্ষুণ্ন করেছে বর্তমান সরকা। জনগণ সেই কারণে ক্ষুব্ধ হয়ে উঠেছেন। এই পরিবর্তন যাত্রার মাধ্যমে  যাঁদের প্রতারিত করা হয়েছে, যাঁদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেই মানুষকে একজোট হওয়ার আহ্বান জানাচ্ছি।"
arjun munda 2222.jpg

ঝাড়খণ্ডের নির্বাচন চলতি বছরের নভেম্বর বা ডিসেম্বরে হবে। এই পরিস্থিতিতে ঝাড়খণ্ডে বিজেপির দায়িত্বে রয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি বার বার রাজ্যের মুখ্যমন্ত্রী সোরেনের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন। তিনি বলেছেন, কোনও রকম পরিকাঠামো ছাড়াই রাজ্যে পুলিশ নিয়োগের পরীক্ষা শুরু হয়েছে। যার জেরে বহু যুবকের মৃত্যু হয়েছে। এই বিষয়ে ঝাড়খণ্ড প্রশাসন কোনও গুরুত্ব দিচ্ছে না। পাশাপাশি তিনি জানিয়েছেন, ঝাড়খণ্ডে বিজেপি ক্ষমতায় এলে সবার প্রথম অনুপ্রবেশকারীদের সরানো হবে। 
 tamacha4.jpeg