টি অ্যাডভাইসারি কাউন্সিল থেকে অপসারিত প্রাক্তন TMC বিধায়ক সৌরভ চক্রবর্তী

জলপাইগুড়ি তৃণমূলের জেলা সভানেত্রী মহুয়া গোপ ও গঙ্গাপ্রসাদ শর্মাকে নতুন সদস্য হিসেবে টি অ্যাডভাইসারি কাউন্সিলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

author-image
Debapriya Sarkar
New Update
Tmc leader Sourav Chakraborty

নিজস্ব প্রতিবেদন : সৌরভ চক্রবর্তীকে সরানোর পর রাজ্য সরকার নতুন করে টি অ্যাডভাইসারি কাউন্সিল গঠন করেছে। নতুন সদস্য হিসেবে জলপাইগুড়ি তৃণমূলের জেলা সভানেত্রী মহুয়া গোপ এবং গঙ্গাপ্রসাদ শর্মা অন্তর্ভুক্ত হয়েছেন। এ ছাড়া, টি ডিরেক্টরেটকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে শ্রম দপ্তরের অধীনে স্থানান্তরিত করা হয়েছে। ১৩ জনের কমিটির চেয়ারম্যান পদে রয়েছেন মন্ত্রী মলয় ঘটক।

Tmc leader Sourav Chakraborty

সৌরভ চক্রবর্তীকে এসজেডিএর চেয়ারম্যান পদ থেকে সরানোর পর এবার টি অ্যাডভাইসারি কাউন্সিল থেকেও সরানো হয়েছে। এই পরিবর্তন নিয়ে অনেকেই মনে করছেন আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়কের গুরুত্ব কমছে। তবে সৌরভ চক্রবর্তী এই অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি আরও নিষ্ঠার সঙ্গে সংগঠনের কাজ করবেন। তিনি উল্লেখ করেন, মলয় ঘটক চেয়ারম্যান হিসেবে নতুনদের সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন, যদিও তাঁর কথায় কিছু আক্ষেপও স্পষ্ট হয়।

 

সৌরভ চক্রবর্তী বলেছেন, "আমি সর্বভারতীয় রাজনীতি করা মানুষ এবং বাংলাকে ভালোভাবে জানি। কোন কমিটিতে থাকলাম না, তাতে কিছু যায় আসে না। আমি একসময় এই কমিটির ফাউন্ডার চেয়ারম্যান ছিলাম, কিন্তু কাজ করার সুযোগ পাইনি।" তিনি উল্লেখ করেছেন যে তিনি দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, যেমন গোয়া ও মনিপুরে, এবং হামলার শিকারও হয়েছিলেন।

Tmc leader Sourav Chakraborty

সৌরভের মতে, নতুন এডভাইসারি কাউন্সিলের উচিত ৩১৬ টি চা বাগান শ্রমিকদের সমস্যা দ্রুত সমাধানের দিকে নজর দেওয়া।