নিজস্ব সংবাদদাতাঃ পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা চরণজিৎ সিং চান্নি বলেন, “দেশকে রক্ষা করতে সশস্ত্র বাহিনীতে যোগ দেওয়া জওয়ানদের জন্য আমরা গর্বিত। আমি বিবৃতি দিয়েছিলাম যে গত লোকসভা নির্বাচনে ৪০ জন জওয়ান আক্রান্ত হয়েছিলেন এবং তারা প্রাণ হারিয়েছিলেন। কারা এই হামলা চালিয়েছে এবং কারা এর জন্য দায়ী তা আজ পর্যন্ত সরকার জানতে পারেনি। আবার নির্বাচনের সময় এসেছে।"
তিনি আরও বলেছেন, "আমাদের জওয়ানদের উপর ফের একবার হামলা হল এবং এক জওয়ান প্রাণ হারালেন। আমি সরকারের কাছে জানতে চাই- যারা এ ধরনের হামলা চালায়, কেন তাদের সবার সামনে আনা হয় না। গোয়েন্দা ব্যর্থতা কেন হয়? ফের একবার প্রাণ হারালেন জওয়ানরা। আমি যা বলছি তা হল কেন এটিকে রাজনৈতিক স্টান্ট বানিয়ে বিজেপি ব্যবহার করছে?”