ফের জঙ্গি হামলা! গোয়েন্দাদের ব্যর্থতা! নিজের মন্তব্যের সাফাই দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

শনিবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চে ভারতীয় বায়ুসেনার গাড়িতে জঙ্গি হামলার বিষয় নিয়ে পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রীর এক মন্তব্যের বিষয় নিয়ে তোলপাড় রাজনৈতিক মহল। সেই নিয়ে আবার মন্তব্য করলেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

author-image
Probha Rani Das
New Update
charanjit singh channiq1.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা চরণজিৎ সিং চান্নি বলেন, “দেশকে রক্ষা করতে সশস্ত্র বাহিনীতে যোগ দেওয়া জওয়ানদের জন্য আমরা গর্বিত। আমি বিবৃতি দিয়েছিলাম যে গত লোকসভা নির্বাচনে ৪০ জন জওয়ান আক্রান্ত হয়েছিলেন এবং তারা প্রাণ হারিয়েছিলেন। কারা এই হামলা চালিয়েছে এবং কারা এর জন্য দায়ী তা আজ পর্যন্ত সরকার জানতে পারেনি। আবার নির্বাচনের সময় এসেছে।" 

charanjit singh channiq2.jpg

তিনি আরও বলেছেন, "আমাদের জওয়ানদের উপর ফের একবার হামলা হল এবং এক জওয়ান প্রাণ হারালেন। আমি সরকারের কাছে জানতে চাই- যারা এ ধরনের হামলা চালায়, কেন তাদের সবার সামনে আনা হয় নাগোয়েন্দা ব্যর্থতা কেন হয়? ফের একবার প্রাণ হারালেন জওয়ানরা। আমি যা বলছি তা হল কেন এটিকে রাজনৈতিক স্টান্ট বানিয়ে বিজেপি ব্যবহার করছে?” 

Add 1