নিজস্ব সংবাদদাতা: ভারতীয় জনতা দল বা বিজেডি দলে এবার যোগদান করলেন প্রাক্তন আইএএস আধিকারিক ভিকে পন্ডিয়ান। ভুবনেশ্বরে ওডিশা রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের উপস্থিতিতে এই বিশেষ যোগদান অনুষ্ঠান সম্পন্ন হল।
#WATCH | Former IAS officer VK Pandian joins BJD in the presence of Odisha CM Naveen Patnaik, in Bhubaneswar