নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশ নির্বাচনের আবহে জমে উঠেছে রাজনৈতিক দলগুলির প্রস্তুতি। এদিকে আসন্ন এই বিধানসভা ভোটকে পাখির চোখ করে ময়দানে নামলেন প্রাক্তন আইএএস অফিসার নিশা বাংরে (Nisha Bangre)। তিনি বলেন, "আমি অবশ্যই নির্বাচনে লড়ব। আমি গণতন্ত্রের অংশ হতে চাই, বিধায়ক হওয়া তারই একটি অংশ। আমি অবশ্যই মনোনয়ন পত্র জমা দেব।“ উল্লেখ্য, ডেপুটি কালেক্টর নিশা বাঙ্গেরেরের পদত্যাগপত্র অবশেষে সোমবার গ্রহণ করল মধ্যপ্রদেশ সরকার। তবে মঙ্গলবার তার তথ্য প্রকাশ করা হয়। এখন তিনি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। নিশা ডেপুটি কালেক্টরের চাকরি ছেড়ে আমলা বিধানসভা আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। এর জন্য তিনি প্রায় তিন মাস আগে পদত্যাগপত্রও জমা দিয়েছিলেন, কিন্তু রাজ্য সরকার তা গ্রহণ করছিল না। এমন পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের আশ্রয় নেন নিশা। যার ভিত্তিতে সুপ্রিম কোর্ট হাইকোর্টকে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছিল। এর ভিত্তিতে আগামী ২৩ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত নিতে সরকারকে নির্দেশ দেন হাইকোর্ট। নিশা এর আগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু বিলম্বের পরে তিনি সুপ্রিম কোর্টে যান। শুনে নিন তাঁর বক্তব্য...