Jallikkattu: সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন প্রাক্তন পরিবেশমন্ত্রী

জাল্লিকাট্টু নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন প্রাক্তন পরিবেশমন্ত্রী প্রকাশ জাভড়েকর।

author-image
Aniruddha Chakraborty
New Update
ক,নবভ

নিজস্ব সংবাদদাতাঃ 'জাল্লিকাট্টু'-র বৈধতা বহাল রেখে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে প্রাক্তন পরিবেশমন্ত্রী প্রকাশ জাভড়েকর বৃহস্পতিবার বলেছেন, ঐতিহ্যবাহী ষাঁড় দমনের খেলা এবং ষাঁড়গাড়ি দৌড় দেশের সংস্কৃতির অংশ। তিনি বলেন, 'আমি শীর্ষ আদালতের রায়কে স্বাগত জানাই। আমি যখন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ছিলাম, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা সাংস্কৃতিক চর্চার অনুমতি দেব।' 

তিনি বলেন, 'এ ধরনের খেলাধুলা ভারতের শতাব্দী প্রাচীন সংস্কৃতির অংশ। তামিলনাড়ু ছাড়াও মহারাষ্ট্রে বলদগাড়ি দৌড় এবং কর্ণাটকে কমলা, এগুলো দেশের সংস্কৃতির অংশ এবং আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে এগুলো কৃষকদের সঙ্গে যুক্ত, যারা ষাঁড়ের যত্ন নেয়।"