দেশভাগের জন্য দায়ী, কমিউনিস্ট মানসিকতা! কংগ্রেসকে তুলোধোনা প্রাক্তন দলীয় নেতার

২০২৪ লোকসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে। সেই নিয়ে দেশ জুড়ে চলছে জল্পনা। ইন্ডিয়া জোট এবং কংগ্রেস পার্টিকে নিশানা করে মন্তব্য করলেন প্রাক্তন কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম।

author-image
Probha Rani Das
New Update
kllljk7.jpg

নিজস্ব সংবাদদাতাঃ প্রাক্তন কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম বলেন, “প্রথম থেকেই কংগ্রেস ডিভাইড অ্যান্ড রুলে বিশ্বাসী। দেশ স্বাধীন হলে রাজনীতির খাতিরে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। দেশভাগের জন্য দায়ী কংগ্রেস। ভিড়ের মধ্যে তাদের নেতা এলোমেলোভাবে মানুষের জাত সম্পর্কে জিজ্ঞাসা করেতাদের ইস্তেহারের কথা বলতে গেলে কেউ তাদের ইস্তেহার পড়ে না। তাদের এবারের ইস্তেহারে কমিউনিস্ট মানসিকতার ব্যাপক প্রভাব দেখা যাচ্ছে। তারা বলেছে জনগণের সম্পদ বাজেয়াপ্ত করবে এবং পুনরায় বিতরণ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালই তাঁর ভাষণে বলেছেন, কোনও নির্দিষ্ট ধর্মকে নিশানা করতে গেলে তাঁরা অন্যদের প্রতি বৈষম্যমূলক আচরণ করবেন। মল্লিকার্জুন খাড়গে স্মৃতিভ্রংশ রোগে আক্রান্ত। এমন একজন মানুষ কীভাবে আমাদের প্রধানমন্ত্রীর মতো সম্পূর্ণ ফিট মানুষের সঙ্গে বসে আলোচনা করতে পারেন?” 

kllljk8.jpg

Add 1