নিজস্ব সংবাদদাতা: প্রাক্তন কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম শিবসেনা (ইউবিটি) প্রার্থী আমোল কীর্তিকারকে নিয়ে মুখ খুললেন।
তিনি বলেন, 'আজ ৮ এপ্রিল এবং উত্তর-পশ্চিম মুম্বই থেকে শিবসেনা (ইউবিটি) প্রার্থী (আমোল কীর্তিকার), 'খিচুড়ি চোর'কে ডেকেছে ইডি। জিজ্ঞাসাবাদের পর ইডি কী করে, আমি জানি না, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। উত্তর-পশ্চিম জেলার সমগ্র জনগণের জানা উচিত, তাদের সম্ভাব্য প্রার্থী কতটা অসৎ। আমি যখন এই কেলেঙ্কারিতে কাজ শুরু করি, তখন আমি জানতে পারি যে কিংপিন অন্য কেউ। এই পুরো কেলেঙ্কারির মূল হোতা হলেন শিবসেনার (ইউবিটি) মুখপাত্র সঞ্জয় রাউত... এই কেলেঙ্কারিতে তিনি তার মেয়ে, ভাই এবং অংশীদারের নামে টাকা নিয়েছেন... তিনি চেকের মাধ্যমে ঘুষ নিয়েছেন। তার মেয়ে বিধিতা সঞ্জয় রাউত, যিনি নিজেও নির্দোষ এবং এসব বিষয়ে অজ্ঞ'।