নির্বাচন 'ধর্মযুদ্ধ'! ‘একদিকে যাঁরা ধর্মের সঙ্গে, অন্যদিকে যাঁরা ধর্মকে বিলুপ্ত করতে চায়’!

২০২৪ লোকসভা নির্বাচনের বাকি মাত্র আর এক দফা। সেই নিয়ে দেশ জুড়ে উত্তেজনা এখন তুঙ্গে। এরই মধ্যে কংগ্রেসকে নিশানা করে মন্তব্য করলেন প্রাক্তন কংগ্রেস নেতা আচার্য প্রমোদ কৃষ্ণম।

author-image
Probha Rani Das
New Update
pramod krisnam jkh.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ প্রাক্তন কংগ্রেস নেতা আচার্য প্রমোদ কৃষ্ণম বলেন, “২০২৪ সালের এই নির্বাচন একটি 'ধর্মযুদ্ধ'। একদিকে যাঁরা ধর্মের সঙ্গে আছেন, অন্যদিকে যাঁরা ধর্মকে বিলুপ্ত করতে চান। 'আসুরি শক্তিয়োঁ সে লড়নে কে লিয়ে, উনকা বিনাশ করনে কে লিয়ে, এক আধ্যাত্মিক শক্তি কি জরুরত হোতি হ্যায়'।”

pramod krisnamk qw.jpg

তিনি বলেন, “আমি মনে করি আধ্যাত্মিক শক্তি অর্জনের জন্য প্রধানমন্ত্রী মোদী স্বামী বিবেকানন্দের কাছে যাচ্ছেন। এটি আধ্যাত্মিক জাগরণ এবং বিশ্বাসের বিষয়। যাঁদের ভ্যাটিকান এবং বিদেশে আস্থা রয়েছে, তারা এটা বুঝতে পারবে না এবং সে কারণেই তারা প্রধানমন্ত্রী মোদীর বিরোধিতা করছে।” 

Add 1