বিরোধী ঐক্য-মহারাষ্ট্র সঙ্কট নিয়ে বিস্ফোরক মন্তব্য লালু প্রসাদের

মহারাষ্ট্রে এনসিপি বনাম এনসিপি (NCP) যুদ্ধ শুরু হয়েছে। কে বেশি শক্তিশালী, অজিত পাওয়ার নাকি শরদ পাওয়ার? উঠছে প্রশ্ন। এসব বিতর্কের মাঝেই এক কেন্দ্রীয় মন্ত্রীর সমর্থন পেলেন অজিত পাওয়ার। এরই মাঝে এবার বিস্ফোরক মন্তব্য করলেন আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব ।

author-image
SWETA MITRA
New Update
lalu.jpg

নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রে চলমান রাজনৈতিক সঙ্কট (Maharashtra Crisis) নিয়ে এবার মন্তব্য করলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। এছাড়া বিরোধী ঐক্য নিয়েও মন্তব্য করেন তিনি। আজ বৃহস্পতিবার আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব মেডিক্যাল চেকআপের জন্য দিল্লিতে পৌঁছেছেন।

 

বিরোধী ঐক্য প্রসঙ্গে তিনি বলেন, "১৭ টি দলের লোকেরা ঐক্যবদ্ধ হচ্ছে। বিজেপি যা চায় তাই বলতে দিন। তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। শরদ পাওয়ার একজন শক্তিশালী নেতা।“

 

শরদ পাওয়ারকে নিয়ে অজিত পাওয়ারের 'অবসর' মন্তব্যের জবাবে আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব বলেন, অজিত পাওয়ার বললেই কি শরদ পাওয়ার অবসর নিয়ে নেবেন? একজন বৃদ্ধ কি কখনো অবসর নেন রাজনীতিতে? রাজনীতিতে কারোর কোনওদিন অবসর হয় না।‘