নিজস্ব সংবাদদাতাঃ বিজেপির বৈঠকে হবেন না না কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। আর এই ঘটনা মোটেই ভালো চোখে দেখল না রাজনৈতিক মহল। যদিও তিনি কেন বিজেপির বৈঠকে যোগ দেননি সে বিষয়ে সাফা দিলেন বোম্মাই (Basavraj Bommai)। আজ বুধবার এক টুইট বার্তায় প্রাক্তন মুখ্যমন্ত্রী জানানা, ‘কাবেরী ইস্যু নিয়ে আলোচনার জন্য রাজ্য সরকার গতকাল গভীর রাতে একটি বৈঠক ডেকেছে। তবে আমি আমার নির্বাচনী এলাকায় পূর্বপরিকল্পিত কর্মসূচিতে অংশ নেওয়ায় সরকার ডাকা বৈঠকে যোগ দিতে পারছি না। কাবেরী ইস্যুতে আমাদের অবস্থান পরিষ্কার। রাজ্য সরকারের কোনও অবস্থাতেই তামিলনাড়ুতে জল ছেড়ে দেওয়া উচিত নয়। রাজ্য সরকারের উচিত সুপ্রিম কোর্ট এবং সিডব্লিউএমএ-কে রাজ্যের বাস্তবতা সম্পর্কে অবহিত করা।‘