নিজস্ব সংবাদদাতাঃ গতকাল রবিবার প্রবল বর্ষণ হয় কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে। ভারী বৃষ্টির (Heavy Rainfall) কারণে রাজ্যের একাধিক জায়গায় বাড়ি ভেঙে পড়ে, সেইসঙ্গে রাস্তাতে জলও জমে যায়। এদিকে এই বৃষ্টির কারণে একজনের মৃত্যুও হয়েছে। এবার এই ঘটনাকে ঘিরে শুরু হল রাজনৈতিক তরজা। কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই জানিয়েছেন, ‘ভারী বৃষ্টিপাত এবং আন্ডারপাসে জল জমে যাওয়ার মতো ঘটনা আগেও হয়েছে। এর আগে কোনও মৃত্যুর ঘটনা ঘটেছে বলে আমার মনে নেই। মৃত্যুটা এড়ানো যেত। বিবিএমপি যদি সময় মতো পদক্ষেপ নিত তাহলে ওই মানুষটার জীবন বাঁচানো সম্ভব হতো। কি ত্রুটি রয়েছে তা সরকারের খতিয়ে দেখা জরুরি।‘ দেখুন ভিডিও...