নিজস্ব সংবাদদাতা : না ফেরার দেশে পাড়ি দিলেন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডি। ভোররাতে বেঙ্গালুরুর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান কংগ্রেস নেতা। প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকের ছায়া রাজনীতি মহলে। ট্যুইটারে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইট বার্তায় তিনি লেখেন, ''কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের সময়ের প্রবীণ রাষ্ট্রনায়ক শ্রদ্ধেয় ওমেন চান্ডির মৃত্যুতে গভীরভাবে শোকাহত। প্রবীণ কংগ্রেস নেতা কেরালার উন্নয়ন এবং জনজীবনের গণতন্ত্রীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আমি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্য এবং যোগ্য ও জনপ্রিয় নেতার অগণিত অনুসারীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।''
প্রসঙ্গত, ১৯৪৩ সালে কেরলের কোট্টায়াম জেলায় জন্ম হয়েছিল ওমেন চান্ডির। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তার প্রয়াণের খবরটি নিশ্চিত করেন কেরল প্রদেশ কংগ্রেস সভাপতি কে সুধাকরণ। মৃত্য়ুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।