কাশ্মীর নিয়ে সাধারণ জ্ঞান নেই কেন্দ্রীয় মন্ত্রীর! রেগে ফেটে পড়লেন প্রাক্তন মুখ্য়মন্ত্রী

কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, সাধারণ জ্ঞান নেই কেন্দ্রীয় মন্ত্রীর।

author-image
Tamalika Chakraborty
New Update
omar abdullahw8.jpg


নিজস্ব সংবাদদাতা:  জম্মু ও কাশ্মীরের নির্বাচন নিয়ে জেপি নাড্ডা বলেন, মানুষ এখন হিংসার পথ ছেড়ে উন্নয়নে মনোনিবেশ করছেন। সেটা ই নির্বাচন দেখলে বোঝা যাবে। এই প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া দেন ন্যাশনাল কনফারেন্সের ভাইস প্রেসিডেন্ট ওমর আবদুল্লাহ। তিনি বলেন, " এমন অনেক জায়গা আছে যেখানে ২০১৪ সাল থেকে ভোটের সংখ্যা কমে গেছে। শ্রীনগরে কিছু জায়গা আছে যেখানে সংসদ নির্বাচনের চেয়ে ভোটের সংখ্যা কম। এর জন্য গণিতের প্রয়োজন নেই, তাদের সাধারণ জ্ঞানের প্রয়োজন আছে, যদি জেপি নাড্ডার সাধারণ জ্ঞান না থাকে তবে আমি কিছু করতে পারব না।" 

jp naddar1.jpg

জেপি নাড্ডা সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, জম্মু ও কাশ্মীরে শান্তিপূর্ণভাবে কোনও হিংসা ছাড়াই দুদফায় নির্বাচন হচ্ছে। কেন্দ্রশাসিত অঞ্চলের লোকেরা বুলেট প্রত্যাখ্যান করেছে এবং শান্তি ও উন্নয়নের দিকে মনোনিবেশ করে ব্যালট বেছে নিয়েছে। জম্মু ও কাশ্মীরের মানুষ বুলেটের প্রত্যক্ষ জবাব দিয়েছেন। তিনি বলেন, " অনুচ্ছেদ ৩৭০ বাতিল করার আগে ৩০০-৪০০ জনেরও বেশি তরুণ সন্ত্রাসী দলে যোগ দিত (প্রতি বছর) এবং তাদের জঙ্গি ঘোষণা করা হত। আজ, সেখানে মাত্র চারজন। তাই এর উপর ভিত্তি করে তথ্য, আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে তারা সন্ত্রাস ও সহিংসতা প্রত্যাখ্যান করেছে।”

 tamacha4.jpeg