নিজস্ব সংবাদদাতা: বিজেপিতে যোগদান প্রসঙ্গে প্রাক্তন বিএসপি সাংসদ রিতেশ পান্ডে বলেন, 'আমি বিএসপি-তে গত ১৫ বছর ধরে কাজ করছিলাম, আমি তার (মায়াবতী) চিন্তাভাবনা এবং কার্যকলাপ নিয়ে মন্তব্য করতে চাই না। পদত্যাগপত্রে এ বিষয়ে বিস্তারিত লিখেছি। আমার নির্বাচনী এলাকায় যা হয়েছে তা গত ৫ বছরে হয়েছে। নির্বাচনী এলাকার দুটি শিল্প এলাকা, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, গোরখপুর লিঙ্ক এক্সপ্রেসওয়ে, স্কুল, আম্বেদকর নগরকে অযোধ্যার রাম মন্দিরের সাথে সংযুক্ত করে এমন চার লেনের রাস্তা যা কিছু ঘটছে তার মূল্যায়ন করে আমি এই সিদ্ধান্ত নিয়েছি'। এছাড়াও সাধারণ মানুষ, কৃষক, মহিলা, দলিতদের অর্থনৈতিক অবস্থা যেভাবে পরিবর্তিত হয়েছে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করেছে তার ভিত্তিতেই তিনি এই সিদ্ধান্ত নেন বলে জানালেন।