নিজস্ব সংবাদদাতা: বিজেপির নির্বাচনী ইস্তেহার আজ প্রকাশ পেয়েছে।
এই বিষয়ে আরজেডি নেতা এবং বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বলেছেন, 'ইস্তেহারে তরুণদের কথা নেই। ৮০ শতাংশ কৃষক কিন্তু তাদের সম্পর্কে কোন উল্লেখ নেই। কতজনকে চাকরি দেওয়া হবে, চাকরি নিয়ে কোনো আলোচনা নেই। বিহারের মতো দরিদ্র রাজ্যকে এগিয়ে নেওয়ার কিছু নেই। সেখানে কোনো বিশেষ প্যাকেজ বা বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার কোনো উল্লেখ ছিল না...কীভাবে দারিদ্র্য দূর করা যায় বা কীভাবে মুদ্রাস্ফীতি কমানো যায় সে বিষয়ে কোনো উল্লেখ ছিল না। গত ১০ বছরে বিজেপির লোকেরা কী বলেছে এবং কী করেছে তা সকলেই জানেন'।