মোদীর ৫ ভাইবোন, মুখ্যমন্ত্রীর ৪ ভাইবোন! খোঁচা দিলেন হেভিওয়েট নেতা

বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে কটাক্ষ করলেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এবং আরজেডি নেতা তেজস্বী যাদব।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
tejashwi_vs nitish.jpg

নিজস্ব সংবাদদাতা: বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এবং আরজেডি নেতা তেজস্বী যাদবের বাবা এবং দলের প্রধান লালু যাদবের উদ্দেশ্যে কটাক্ষ করেছিলেন। সেই মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন তেজস্বী যাদব। 

Tejashwi Yadav interview: 'We've realigned to uphold secularism and  democracy' | Latest News India - Hindustan Times

তেজস্বী যাদব বলেন, 'শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী বাবার মতো। আমি তাকে সবসময় সম্মান করেছি। সেও আমাকে তার ছেলে বলে ডেকেছে। কেউ তাকে এই কথা বলতে বাধ্য করেছে। আমি বলতে চাই যে বিআর আম্বেদকরের ১৩ জন ভাইবোন ছিল। মুখ্যমন্ত্রীর নিজের ৪ ভাইবোন রয়েছে। সুভাষ চন্দ্র বসুর ১৩ ভাইবোন ছিল। অটল বিহারী বাজপেয়ীর ৬ ভাইবোন ছিল, নরেন্দ্র মোদীর ৫ ভাইবোন। এগুলো কোনো বিষয় নয়। বিহারে উন্নয়নের কথা বলা উচিত'।

nitish.jpg

Add 1