নিজস্ব সংবাদদাতা: শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার শুরু হয়েছে। এই পরিস্থিতি হিন্দুদের ওপর অত্যাচারের সঙ্গে সঙ্গে মন্দির ভেঙে ফেলা হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ ভেঙে পৃথক দেশ গড়ার দাবি উঠল। বাংলাদেশি হিন্দুদের জন্য ‘হিন্দুদেশ’ তৈরির দাবি তোলেন প্রাক্তন সেনা কর্তা জিডি বক্সি। নিজের এক্স হ্যান্ডেলে তিনি এমনটাই দাবি করেছেন।
বাংলাদেশের হিন্দুদের ওপর নির্মম অত্যাচারের বিরুদ্ধে এবার এপার বাংলার মানুষও সরব হতে শুরু করেছে। এই বিষয়ে মুখ খুললেন রিটায়ার্ড জেনারেল জিডি বক্সিও।তিনি হিন্দুদের জন্য পৃথক দেশ গড়ার আবেদন করেন। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীনে বাংলাদেশ উগ্র জিহাদি দেশে পরিণত হয়েছে। গণহত্যা করে ওরা সংখ্যালঘু হিন্দুদের তাড়াতে চাইছে এবং যুদ্ধের জন্য মুখিয়ে রয়েছে। ১৯৭১ সালে ৩৮০০-রও বেশি ভারতীয় সেনা, নৌসেনা ও বায়ুসেনার জওয়ান প্রাণ দিয়েছিলেন খুনি পাক সেনার হাত থেকে এই দেশকে স্বাধীনতা দিতে আত্মবলিদান দিয়েছিলেন। কতটা অকৃতজ্ঞ হতে পারে…যদি ওরা হিন্দু সংখ্যালঘুদের এভাবেই শেষ করতে চায়, তবে এটাই সম্ভাব্য উপায়।”