নিজস্ব সংবাদদাতা: প্রাক্তন অভিনেত্রী মমতা কুলকার্নির পট্টাভিষেক উত্তরপ্রদেশের প্রয়াগরাজের সঙ্গম ঘাটে পরিবেশন করেছেন। কিন্নর আখাড়ার আচার্য মহামন্ডলেশ্বর, লক্ষ্মী নারায়ণ জানান, কিন্নর আখড়া তাকে মহামন্ডলেশ্বর বানাতে চলেছে। তার নাম রাখা হয়েছে শ্রী ইয়ামাই মমতা নন্দগিরি।