নিজস্ব সংবাদদাতা: প্রচণ্ড গরমে আশঙ্কা করাই হচ্ছিল, যে কোনও একটা বিপদ হবে। আর এবার আশঙ্কাই সত্যি হল। জম্মু-কাশ্মীরের রাজৌরিতে তাপমাত্রা বাড়ার সাথে সাথে নুরশেরার চিঙ্গুসের বিভিন্ন বনাঞ্চলে দাবানলের সৃষ্টি হল। বিস্তৃর্ণ অরণ্য আগুনের গ্রাসে চলে এসেছে।
দমকল বিভাগের কর্মকর্তারা রিয়াসিতে আগুন নেভানোর জন্য ড্রোন ব্যবহার করছেন। তাপমাত্রা বৃদ্ধির কারণে এই অঞ্চলে ঘন ঘন দাবানলের ঘটনা ঘটছে বলেই জানা যাচ্ছে।
রাজৌরির ডেপুটি ইন্সপেক্টর ফরেস্ট প্রোটেকশন ফোর্স নওশেরা, দিয়াল সিং এদিন এই প্রসঙ্গে বলেন, “এই আগুন প্রাকৃতিক নয়, মানুষের দ্বারা সৃষ্টি। আগুন পাহাড়ের চূড়ায় ছড়িয়ে পড়েছে যেখানে রাস্তার সংযোগ নেই। তাই, ফায়ার টেন্ডার ঘটনাস্থলে পৌঁছাতে পারছে না। আমাদের ড্রোনের সাহায্য নিতে হচ্ছে”।