নিজস্ব সংবাদদাতা: আগেই ছিল সতর্কতা। সেই সতর্কতা মতই বৃহস্পতিবার দুপুর গড়াতেই গুজরাটের দ্বারকায় দেখা দিল ঝোড়ো হওয়ার দাপট। যে কোনও মুহূর্তে নামবে বৃষ্টি, সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আইএমডি জানাচ্ছে, বৃহস্পতিবার সন্ধে ৬টা থেকে ৮টা'র মধ্যে গুজরাটে হতে পারে ঘূর্ণিঝড় বিপর্যয়ের ল্যান্ডফল। এরই মধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। ঘন্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত ঝড় হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। জেলাগুলিতে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৪০ কিমি থাকবে বলে আগাম সতর্কতা জারি করা হয়েছে।