ইতিহাস আমার প্রতি ততটা নির্দয় হবে না... মৃত্যুর পরেই সত্যি হল মনমোহন সিংয়ের কথা

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছিলেন, ‘সংবাদমাধ্যম বা সংসদে বিরোধী দলগুলি আমার প্রতি যতটা নির্দয় হয়েছে, আমি মন থেকে বিশ্বাস করি ইতিহাস আমার প্রতি ততটা নির্দয় হবে না৷’

author-image
Tamalika Chakraborty
New Update
মনমোহন সিং

নিজস্ব সংবাদাতা: যতদিন প্রধানমন্ত্রী ছিলেন বার বার তাঁকে কটাক্ষের মুখে পড়তে হয়েছে। বিরোধীরা বার বার সোনিয়া গান্ধীর হাতের পুতুল বলে তীব্র কটাক্ষ করেছিলেন। মিতভাষী মনমোহন সিং কখনই সেই বিষয়ে পাল্টা কোনও কটাক্ষ করেননি। বরং তিনি সমস্ত কটাক্ষ নীরবে সহ্য করে গিয়েছিলেন। তাঁর শাসনকালে একাধিক সাহসী ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন মনমোহন সিং। যার জন্য সারা দেশ এখনও উপকৃত হন। তাঁর এই সিদ্ধান্তগুলো বার বার প্রমাণ করেছিল বিরোধীদের কটাক্ষগুলো ভুল। কিন্তু সেদিকে তৎকালীন বিরোধী সাংসদরা কখনই কর্ণপাত করেননি। 

former pm

তিনি ২০০৪ সালে প্রধানমন্ত্রী হন। তখন থেকেই তাঁকে কটাক্ষ শুনতে হয়েছে। ২০১৪ সালের জানুয়ারি মাসে সংসদে তিনি বলেছিলেন, ‘সংবাদমাধ্যম বা সংসদে বিরোধী দলগুলি আমার প্রতি যতটা নির্দয় হয়েছে, আমি মন থেকে বিশ্বাস করি ইতিহাস আমার প্রতি ততটা নির্দয় হবে না৷’ আজ সেই মন্তব্য যেন বার বার গুঞ্জরিত হচ্ছে। তিনি যে কতটা সঠিক কথা বলেছিলেন, তাঁর মৃত্যুর পর যেন ফের তা প্রমাণিত হয়ে গেল। মনমোহন সিংয়ের মৃত্যুতে শোকস্তব্ধ দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে একাধিক নেতা, মন্ত্রী তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। দল নির্বিশেষে মনমোহন সিংয়ের মৃত্যুতে শোকের হাওয়া দেশ জুড়ে। সকলের মুখেই তাঁর বিনয়ের কথা উঠে আসছে। উঠে আসছে তাঁর উদরতার কথা, ভারতের অর্থনীতিতে তাঁর সাহসী সিদ্ধান্তের কথা। এই পরিস্থিতিতে ফের প্রমাণিত হয়ে গেল, সেদিন তিনি সঠিক কথাই বলেছিলেন। তাঁর প্রতি নির্দয় নয় ইতিহাস। 

ম