নিজস্ব সংবাদদাতা: আজও ঘন কুয়াশার চাদরে ঢাকা রাজধানী। কুয়াশার আস্তরণ এতোটাই পুরু যে, একহাত দূরের জিনিস দেখতেও যথেষ্ট বেগ পেতে হচ্ছে সকলকে। তার সাথেই রয়েছে ঠান্ডার কামড়। সব মিলে বেশ নাজেহাল অবস্থা দিল্লিবাসীর।
এমন অবস্থায় উড়ানেও যেমন ব্যাঘাত ঘটছে, তেমনই সমস্যা বেড়েছে রেলপথেও। রাজধানীতে কুয়াশা এবং কম দৃশ্যমানতার কারণে বহু ট্রেন দেরীতে ছাড়ছে। আবার বহু ট্রেন ধীরগতিতে চলছে। স্বাভাবিক ভাবেই সমস্যায় পড়েছেন যাত্রীরা। কতক্ষণে পরিস্থিতি স্বাভাবিক হবে, তাও বলতে পারছেন না রেল আধিকারিকরা। তাই আপাতত, কুয়াশা কাটারই অপেক্ষা করছেন সকলে।