নিজস্ব সংবাদদাতা: চলতি অর্থবর্ষে বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, "নতুন আয়করের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করা হয়েছে। নতুন সিস্টেমে রেজিমে স্ট্যান্ডার্ড ডিডাকশনের রেজিমের সীমা বাড়লো।
এবার থেকে বার্ষিক ৩ লক্ষ টাকা অবধি যাদের আয় তাদের আয়কর দিতে হবে না। নতুন আয়কর কাঠামো থেকে ১৭ হাজার ৫০০ টাকা লাভ হয়েছে।
যাদের বার্ষিক আয় ৭-১০ লক্ষ টাকা তাদের ১০%, যাদের বার্ষিক আয় ১০-১২ লক্ষ তাদের ১৫%, যাদের বার্ষিক আয় ১২-১৫ লক্ষ টাকা তাদের ২০%, যাদের আয় ১৫ লক্ষের বেশি তাদের ৩০% কর দিতে হবে।"