নিজস্ব সংবাদদাতা: আজ ঝাড়খণ্ডের আস্থা ভোট। নিজেদের শক্তি প্রমাণের লড়াই। JMM এবং কংগ্রেসের জোট কতোটা মজবুত, তা প্রমাণ করে দেখাতে হবে বিধায়কদের। অথচ এরই মধ্যে ঝাড়খণ্ডের ফলাফল ঘোষণা করে দিল বিজেপি।
রাজ্য বিজেপির মুখপাত্র প্রতুল শাহ দেও এদিন বলেন, “আস্থা প্রস্তাবের ফলাফল যাই হোক না কেন, একটি জিনিস স্পষ্ট যে ঝাড়খণ্ড হেরেছে৷ জাতীয় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে ঝাড়খণ্ডকে যেভাবে অপমান করা হয়েছিল তা একেবারেই মর্মান্তিক। একজন মুখ্যমন্ত্রী রাজ্যের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কোনো যোগাযোগ ছাড়াই ৪০ ঘণ্টা ধরে পলাতক ছিলেন। রাজ্যের জনগণকে তাদের নিজেদের ভাগ্যে ছেড়ে দেওয়া হয়েছিল। এমনকি যেভাবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ৭০ হাজার কোটি টাকার অভিযোগ আনা হয়েছিল, তাতে তাঁকে কিংবা তাঁর দলকে রাজ্যের জনগণ কখনোই ক্ষমা করবে না। এমন দুর্নীতির জন্যেই তাঁকে পদত্যাগ করতে হয়েছে, তাঁকে গ্রেপ্তারও করা হয়েছে। জেএমএম দলের জন্যে এর থেকে খারাপ আর কি হতে পারে!”