নিজস্ব সংবাদদাতাঃ ফের একজোট হতে চলেছেন বিরোধীরা। বিরোধীদের জোটকে ‘ইন্ডিয়া’ নাম দেওয়া হয়েছে। সূত্রের খবর, আগামী ২৪ জুলাই রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের কার্যালয়ে বৈঠকে বসবে নবগঠিত বিরোধী জোট ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স (I.N.D.I.A)। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সংসদের বর্ষা কালীন অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রমে মণিপুর ইস্যু প্রাধান্য পেয়েছে, বিরোধীরা কেন্দ্রের কাছে বিষয়টি নিয়ে আলোচনা করার দাবি জানিয়েছে।
কংগ্রেস এবং বিরোধী নেতারা সংসদের চলমান বর্ষাকালীন অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে একটি বিবৃতি দাবি করছেন।