নিজস্ব সংবাদদাতা: পাঞ্জাবে চলছে ভারী বৃষ্টি। একটানা বৃষ্টির জেরে জল জমেছে পাঞ্জাবের বিভিন্ন এলাকায়। কিন্তু জল জমে যাওয়ার ফলে পাঞ্জাবের পাতিয়ালা শহরে আটকে পড়েছিল বহু মানুষ। অবশেষে মঙ্গলবার ভারতীয় সেনার একটি দল তাঁদের উদ্ধার করেছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী বৃষ্টির কারণে পাঞ্জাবের পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। বৃষ্টির পরিমাণ এতটাই বেশি যে, লোকালয়ে এখনও জল জমে রয়েছে। বেশ কিছু বাড়ির এক তলায় কোমর সমান জল জমেছে। কিন্তু পাতিয়ালার অবস্থা সব থেকে খারাপ। সেখানে জলমগ্ন এলাকাগুলিতে প্রচুর মানুষ আটকে রয়েছেন। কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, বৃষ্টির ফলে প্রায় ২০০ জনের বেশি মানুষ বাড়ির মধ্যেই আটকে পড়েছিল।
মঙ্গলবার ভারতীয় সেনার একটি উদ্ধারকারী দল পাতিয়ালা শহরের গোপাল কলোনি থেকে প্রায় ২০০'র বেশি মানুষকে উদ্ধার করেছে। বৃষ্টির মধ্যে যে ত্রাণ শিবির তৈরি করা হয়েছে, সেখানে তাদের নিয়ে যাওয়া হয়েছে।